টুং - টাং
টুং-টাং
এখানেই জীবন, শুরু ও সমাপ্তি
শৈশবের স্কুলে, যৌবনের পেয়ালায়, বার্ধক্যের বিদায়ে
কেবলি টুং-টাং...
মধ্যরাতের শহরে
আমার কাণ্ডারী, সেই রিকশা মামা
তার হাতেও বাজতো টুং-টাং
সস্তা নেশা, বস্তা বালিশ, ফুটপাতেই রাত কাবার
আবার প্রভাত
আবার টুং-টাং...
টুং-টাং তোমার চুড়ি
কত ভেঙ্গেছি, গাল ফুলেছে, আবার এনে দিয়েছি
নতুন টুং-টাং
মুখস্ত প্রেম
তোমার হাতের চুড়ি আর আমার হাতের শিকল
অদৃশ্য অমোঘ অন্ত্যমিল
কেবলি টুং-টাং...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




