বাংলাদেশের জনগণের ... আমার, আপনার, আমাদের ... একটা কাজে ভীষণ মিল ... আমরা গলাবাজি করতে বেশ সিদ্ধহস্ত। দেশ কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কে বা কারা দায়ী, এখনই কি করা দরকার ... এই সকল বিষয়ে সবারই ব্যক্তিগত এবং বেশ গুরুত্বপূর্ণ মতামত আছে যা আমরা গলার রগ ফুলিয়ে প্রকাশ করতেও দ্বিধা করি না। কিন্তু, এত সচেতনতা স্বত্ত্বেও কেন বাংলাদেশ -এর অবস্থার পরিবর্তন হয় না? আমরা কি নিজেদেরকে কাঠগড়ায় রেখে কখনো ভাবি?
১. দুর্নীতি এবং দুর্নীতিবাজদের পক্ষে কেউ কখনো কথা বলেছেন বলে মনে পড়ে না। কিন্তু নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমরা নিজেরাই ঘুষ দেই।
২. রাজনীতিবিদ -দের গুষ্টি উদ্ধার করে ফেলি, কিন্তু নিজেরা কেউ সেটার ভেতরে ঢুকে নিয়ন্ত্রণের একটা অংশ আয়ত্তে আনার কথা ভাবি না। কারণ, "রাজনীতি কি ভদ্রলোক করে নাকি?"
৩. আমরা খুব বেশি অতীত নিয়ে কথা বলি। কিন্তু অতীত -কে ধারণ করে বর্তমানে কাজ করে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির চেষ্টা করি না। আমি সমষ্টিক অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ -এর কথা বলছি।
৪. আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজ ... ছোটবেলা থেকে আমাদের মাঝে কোন প্রেরণা সৃষ্টি করার চেষ্টা করেনি, উল্টো আমরা শুধু খারাপ কথাই শুনেছি, দেখেছি, জেনেছি। মুখস্ত কিছু গল্প, কবিতা .. যেগুলোর অর্থ বুঝে উঠার আগেই পরীক্ষায় লিখে দিয়ে এসেছি এবং যথারীতি ভুলে গিয়েছি, এবং যেগুলোর মাধ্যমে আমরা হওয়ার চেষ্টা করি 'বড় মানুষ'!
৫. আমরা শুধু আমাদের সমস্যা নিয়েই কথা বলি, কিন্তু সমাধানের জন্য সামনে এগিয়ে যাই না, যেতে ভয় পাই, ব্যক্তিগত স্বার্থ অনেক বড় হয়ে চোখের সামনে ধরা দেয়। আমিও এখন এক অর্থে তাই করছি, কিন্তু তাই বলে কি আমি আমার দায়িত্ব এড়াতে পারবো?
আমরা কেউ দায়িত্ব এড়াতে পারি না। যদি আমরা মাথা নেড়ে বলি "এদেশের কোনদিন উন্নতি হবে না", তবে তার দায়ভার আমাদের ঘাড়েও আসবে। উন্নতির প্রথম পদক্ষেপ হল উপলব্ধি, যেটা আমাদের যথেষ্ট হয়েছে, এখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো কাজে লাগিয়ে একটা পরিবর্তনের বড় জোয়ার আনতে হবে। আমি মাথা ঝাঁকিয়ে মুঠিবদ্ধ হাত উপরে তুলে বলি "আমরা পারবো, কারণ আমাদের পারতেই হবে" - - - এটা আমার মনের দৃঢ় বিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




