ধন্যবাদ সামহোয়ারইন আমাকে রেজিষ্ট্রেশন করবার সুযোগ দেবার জন্য। আর কিছুদিন পর যে মন্তব্য করতে পারবো। নিজের লেখা প্রথম পাতায় দেখবো তার জন্যও।
আমি মাঝেমাঝেই এই ব্লগে আসি। দেখি অনেক অনেক লেখা। কিছুকিছু লেখার ভেতরে ঘুরে আসি, পাঠ করি, আনন্দ পাই, তবে সব লেখা পাঠ করা সম্ভব হয় না, হয়ে ওঠেনা।
অনেকের দেখে আমার ভেতরেও ভাবনা জাগলো যে আমিওতো কিছু লিখতে পারি সবার সাথে শেয়ার করবার জন্য। তাই ভাবলাম শুরু করে দিই।
আমি লিখবো আমার নিজের কথা, আমার দেখা, আমার শোনা, আমার ভাবনা এইসব আরকি। যেখানে আনন্দ, কান্না, দুঃখ, কষ্ট, ভালোবাসা, নাবাসা, স্বপ্ন সবকিছুই থাকবে। আমি কোন গল্পাকার নই, কবি নই, সাহিত্যিক নই................সুতরাং বুঝতেই পারছেন যে যা লিখবো তার
সুরত কেমন হতে পারে। তারপরও চেষ্টা থাকবে তা গুছিয়ে লিখবার জন্য। যেন আপনাদের পাঠ করতে অসুবিধা না হয়।
আমার এই লিখাটা যারা পড়ছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, আসলে তার থেকেও অনেক বেশীকিছু যা আছে তাই দিলাম।
.................সম্রাট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




