কোথায় আছো তুমি !
একদিন বর্ষায় তুমি ভিজেছিলে, ভিজেছিলো সৌন্দর্য ভিজেছিলো পথ, সেই সাথে ভিজেছিলো আনন্দ রথ। সেদিনই প্রথম দেখেছিলাম ভেজা প্রজাপতি নৃত্য, সাদা জলের ভেতরে বর্ণিল রঙ।
কোথায় আছো তুমি !
আমার মেঠোপথের ধুলো ও কাদায় তোমার দেহগন্ধ মিশে আছে, আরও আছে আমার প্রিয় গাছটির দেহে তোমার স্পর্শদাগ। আমি কাদা শুকি গাছ দেহগন্ধ শুকি।
তোমার চুলে আটকানো কদমপাপড়িতে যেন হলুদ আগুন, তা জলে নিভেনা, আরও জ্বলে।
আহ্ বিমা, কোথায় গেলে ! কোথায় হারালে !
ভুলতে পারিনা তোমার মুখ, ছাড়েনা পেছন যেন এ দুখ।
বহুবার ভেবেছি যাব তোমার কাছে, ভেবেছি আমার ঘর হতে ওপার বাংলার পথে তোমার ঘরের দুরত্ব কতটুকু !
সেই কবে !
এখনও কি আছ সেই হলুদ আগুন ! নাকি পুড়ে পুড়ে নীল হয়েছো ?
__________________
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




