
জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনারে আনা সব অভিযোগই মিথ্যা।
ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর জিজ্ঞাসাবাদে সাঈদী আরও বলেন, তাকে অন্য কেউ রাজাকার বলে না, কেবল ভারতীয় রাজাকাররাই তাকে রাজাকার মনে করে।
সাঈদী বলেন, একাত্তরে তিনি কোনোই অপরাধ করেননি। তিনি শান্তি কমিটিতেও ছিলেন না।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিটি শব্দ প্রতিটি লাইন মিথ্যা। এমন মিথ্যা প্রতিবেদনের জন্য আল্লাহর আরশ কাঁপবে।
আমাকে হেয় প্রতিপন্ন করতে যারা এমন প্রতিবেদন তৈরি করেছে তাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে, আমি সেই নালত দেখার অপেক্ষায় আছি, বলেন সাঈদী।
এর আগে দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হয়। পরে সাঈদীর বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ৩০ অক্টোবর থেকে অভিযোগের ওপর শুনানি শুরুর দিন ধার্য্য করেন।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





