করোনার কারণে আমাদের সবার জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। অনেকেই আপনজনকে হারিয়েছেন, অনেকের ব্যাবসার খারাপ অবস্থা, অনেকের পরীক্ষা অনিশ্চয়তার মুখে। করোনায় সবার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যাচ্ছেতাই অবস্থা। কিন্তু এতকিছুর পরেও বলব ভালো রাখার চেষ্টা করুন, কৃতজ্ঞ থাকুন ওপরআলার প্রতি যে এখনো বেঁচে আছেন। করোনায় নিরাপদে থাকার জন্যে মাস্ক পরুন, বারবার হাত স্যানিটাইজ করুন, ভীড় এড়িয়ে চলুন এবং বাকি সকল নিয়ম মেনে চলুন।
এই কঠিন সময়ে কিছু মজার ও সচেতনতার ছবি নিয়ে এলাম। রিয়ালিটি ইজ দ্যা বেস্ট কমেডি! আশা করি, মুহূর্তের জন্যে হলেও হেসে উঠবেন এগুলো দেখে এবং নিজেকে নিরাপদ রাখবেন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
১) করোনায় শুরু হওয়া লং ডিস্ট্যান্স হেয়ারকাট!
২) প্রাচুর্য কতটা ঠুনকো করোনা তা বুঝিয়ে দিচ্ছে.....
৩) ২০২০ এর মতো বছর যেন আর না আসে, যেতে যেতে পৃথিবীকেই না গিলে ফেলে সালটা!
৪) বাস্তবতা এবং আশা কখনো এক হয়না।
৫) যাদের কোয়ারান্টাইনে থাকতে না পারা এবং কর্তৃপক্ষের রাখতে না পারায় - দেশের নিরীহ মানুষেরা আজ বিপদে!
৬) যে দেশের করোনার সংখ্যা নিয়ে সবচেয়ে সন্দেহ, সে দেশটি অন্য দেশগুলোর সাথে কথা বলছে....
৭) এই ছবিটির ক্যাপশন মন্তব্যে লিখেছিলেন ব্লগার কাজী আবু ইউসুফ (রিফাত)। তার লেখা ছবির সাথে বেশি মানানসই ও উপযোগী হওয়ায় পোস্টে যোগ করে দিচ্ছি।
"পুরো দুনিয়ার কর্পোরেটদের নতুন করে ভাবতে শিখিয়েছে এবং বিডি-তে অনেক অফিস অনলাইন প্লাটফর্ম ইউজার ফ্রেন্ডলি অফিস নিয়ে কাজ শুরু করে দিয়েছে।"
৮) একদিন পরীক্ষা থেকে মুক্তি অন্যদিকে অনলাইন ক্লাসের ঝামেলা - স্টুডেন্টরা অদ্ভুত এক আলোছায়ায়.....
৯) ডাক্তার ও পুলিশদের পাশাপাশি, সাংবাদিকেরাও হিরো। নানা সচেতনতা ও অব্যবস্থাপনার খবর সবার সামনে তুলে ধরতে গিয়ে করোনার মুখোমুখি যুদ্ধ করছেন তারা প্রতিনিয়ত। তাদেরকে ধন্যবাদ।
১০) বিশ্বব্যাপী ভ্রমণপিয়াসী মানুষেরা অনেক সমস্যায় পড়েছেন করোনার কারণে। দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন। তবে আমাদেরই ভালো। করোনার ছুটিতে!!!! বেড়িয়ে এলাম কক্সবাজার!
১১) একদিকে মানুষ ও তার গড়া সভ্যতার প্রতি করোনার কঠোর রূপ, অন্যদিকে প্রকৃতির দিকে তাকিয়ে করোনা দিচ্ছে নির্মল হাসি! মানুষ যখন সমস্যায় পড়ে ঘরে থাকে, প্রকৃতি তখন স্বস্তিতে! এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
১২) এক কথায় দেশের করোনা পরিস্থিতি। বেচারা ডক্টর ও পুলিশেরা প্রাণের ঝুঁকি নিয়েও সাধারণকে বোঝাতেই পারছেন না করোনার ভয়াবহতা! সাধারণেরা ঝুলে যাচ্ছে করোনার দিকে.......
১৩) করোনা মনে মনে এটাই বলছে বাইরে দাড়িয়ে, তাই যতটা সম্ভব বাড়িতে থাকুন। বাইরে বেড়োতে হলে মাস্ক, গ্লভস নিয়ে যুদ্ধবেশে যেতে ভুলবেন না।
ছবিসূত্র: অন্তর্জাল!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬