আজ বিশ্ব নারী দিবস "মা" তুমি ঘুমিয়ে থাকো ধরণী মায়ের অন্তরে!
আজ বিশ্ব নারী দিবস। সবাই এটা জানেন।
আজ বড্ড বেশী মনে পড়ছে আমার মা'কে।
আজ তিনি নেই আমাদের মাঝে,
ছোট বেলায় কত্ত জালিয়েছি তাকে
এইতো মাত্র ক'দিন আগেও
তাকে যন্ত্রণার বহ্নিশিখায়
বহিয়ে দিয়েছি, অথচ তিনি
কত্ত মমতায়, বার বার বুঝিয়েছেন
বাবা এমন করে না, করতে হয় না।
তখন বুঝিনি বলে এখন
হৃদয়ে নামে কষ্টের বন্যা,
হৃদয়... বাকিটুকু পড়ুন