"লিখতে হবে নিঃশব্দের কবিতা"
নিঃশব্দ মানে একা
নিঃশব্দ মানে ভয়শূন্য
নিঃশব্দ মানে চঞ্চলতার শেষ যেখানে
নিঃশব্দ কলমের কালি
গড়িয়েছে বারে বারে দ্বারে দ্বারে
গড়িয়েছে উন্নত থেকে অনুন্নতে
গড়িয়েছে বিষয়ী থেকে মহাবিশ্বে
মহাশূন্যে নিঃশব্দ তা
আয়নিক মানবতা
আয়নিক পশুত্ব থেকে দেবতা
আয়নিক ভার শূন্য থেকে ভৃগু তা
পৃথিবীর নিঃশব্দ তা
মানুষের নিঃশব্দ কান্না
পশুদের নির্মম হত্যার দৃশ্য
পৃথিবীর মহাশূন্যে নিঃশব্দ অতীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




