আমার যত স্বপ্ন সবি তোমায় ঘিরে
রাত্রি-দিনের ভাবনা টুকু
বন্ধু শোনো , সবটুকু তার তোমায় নিয়ে
তেপান্তরের নীলের পানে
দৃষ্টি ছুড়ে , সাগর তীরে
ঝড়ের মুখে , সুখের কিবা কান্নাভেজা
বৃষ্টিজলের পবিত্রতায়, শুধু-ই তুমি
শুধুই তুমি আমার গড়া ফুল-বাগানে
বিন্দু -আমার এই ভুবনে তুচ্ছ আমি
ধুলোয় লুটায় সব নিবেদন
সেই ভুবনের জীর্ন ঘরে
জায়গাটুকু যা ছিলো , তাও তোমার এখন
এই যে শোনো, বন্ধু আমার,
চাইনা তো আর অন্য কিছু
শুধুই তোমার চোখের পানে তাকিয়ে থেকে
হঠাৎ হঠাৎ শিউরে ওঠা এই শিহরন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




