
একবার তোমাকে দেখব বলে
পৃথিবীতে হবে এক মায়াবী প্রলয়।
তারপর ঠিক দৃষ্টি দিয়ে ভেঙে দেব
তোমার লজ্জা পাওয়া আবদ্ধ ভয়!
এক মুহূর্তে তোমাকে স্পর্শ করব বলে
আগুন হবে শিহরণের বরফ গলা জল
তারপর ঠিক শরীরে হাত রেখে
তোমার হৃদয়ে মেখে দেব সুখের অতল।
একবার তোমাকে ভালোবাসব বলে
পৃথিবীতে আমার এই আজন্ম ক্ষণ
তোমার মধ্যে তোমাকে ভেঙে তোমাকেই
দিয়ে দেব তোমার হারিয়ে ফেলা মায়াবী সে মন।
একবার শুধু ভালোবেসে রেখো।
আমার দেওয়া স্পর্শটুকো
হৃদমাঝারে খুব গোপনে মেখো।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



