ল্যাপটপে ভরে গেছে এ্যাডওয়ার
আমিও কম কিসে ? সারওয়ার !
এ্যাডওয়ার গুলু খুব দুষ্ট
আমারে দেয় শুধু কষ্ট,
এই ব্যটা বড় পাজি
আমারে সে করে রাজি
যদি না কিনি এ্যন্টিভাইরাস
আমারে সে করে দেবে মাইনাস !
একদিন দুইদিন তিনদিন পরে দেখি
আমারে সে দিয়ে দিছে ধাক্কা,
ল্যপটপ নিশ্চুপ, কয়না সে কথা কোন
হার্ডডিস্ক হয়ে গেছে ফাক্কা।
আমিও কি কম যায়?
আমি বড় শয়তান
এটা ওটা সরিয়ে
ক্যাস্পার এ দিই টান
পাইরেটেড কপি ভাই
পয়সাও লাগে নাই
আমিও তো মহাখুশি
মনে হ্য় বেশি বেশি
ভাইরাস ভাগাতে ক্যাস্পার লাগাতে
আমারে কয় ব্যটা চাবি কৈ ?
ক্যাস্পার ব্যাটা দেখি তারচেয়ে বজ্জাত
আমি শুরু করে দিই হৈচৈ
বন্ধুরা মিলে মিশে চাবি দিয়ে গেল শেষে
আমি ভাবি এইবার রক্ষা
চাবি নিয়ে আমি যেই আপডেটে দিয়ে দেই
নেট ওয়ার্ক পেয়ে গেছে অক্কা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




