নাগরিক সভ্যতার ক্লান্তি ঝরিয়ে সমস্ত নীলাকাশ
এখন ধারন করেছে কালো বর্ণ; সংগমপূর্ব সকল
প্রস্তুতির শেষে, লাজুকতার পেলব ছড়ানো প্রকৃতির
প্রতিটি অংগে; চারদিকে উদাস স্বপ্নেরা ছুটে বেড়াচ্ছে
গাছের ফোঁকরে ফোঁকরে।একমুঠো স্পৃহা নিয়ে মানবশরীর
এখন কামনায় উদ্যত। গাছের পাতায়, অরণ্যের সীমারেখায়,
পুষ্পরাজির কোমল গালে একফোঁটা প্রাণোচ্ছল বৃষ্টি,প্রকৃতি
এখন সকল লাজুকতার ঊর্দ্ধ্বে ; এ যেন বৃষ্টি নয়,নয় পূর্ণ সংগম
প্রকৃতির চরম কামনায় এ যেন জন্ম থেকে জন্মের পরিশুদ্ধ আহবান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





