আর কয়েকদিন পর ঈদ । চারিদিকে ঈদের আমেজ বিরাজ করছে ।মানুষদের মধ্যে বাড়ী যাওয়ার আনন্দ এবং ঈদের খুশি ও জামাকাপড় পরার আনন্দ । প্রতিবছর আমিও এসময় মহা মজায় থাকি । একদিকে ঈদের ছুটি আনন্দ ঘোরাফেরা মার্কেটিং আরও কত কি । কিন্তু এবার আমি উপলব্ধি করতে পারছি মানুষের কষ্ট কিরকম হতে পারে । আপনারা হয়ত ভাবতে পারেন কষ্ট টা আমার একার । বাবাকে ছাড়া এটা আমার প্রথম ঈদ হিসাবে আমার কষ্টটা একটু বেশি হলেও আমার কষ্ট আরও আছে ।কিছুদিন ধরে আমার ঘোরাফেরাটা একটু বেশিই হচ্ছে । এ কয়দিন ধরে আমার আশেপাশের অনেক বাস্তব জিনিস আমি দেখতে পেয়েছি যা এতদিনে আমার খেয়ালেও আসেনি । বাস্তবতা খুবই কঠোর । একয়দিন আমি আমার আশেপাশে অনেক চালচুলোহীন মানুষকে দেখতে পেয়েছি ,শুধু মানুষই নয় , ভাসমান অনেক শিশুকেও দেখেছি । তাদের চোখে ক্লান্তি ও দীর্ঘশ্বাসের ছায়া । ঈদ এসেছে বলে তাদের কোন মাথাব্যাথা নেই ,গতকালকেও কয়েকটি শিশুকে দেখলাম রাস্তায় মনের আনন্দে খেলছে । আর দু একদিন পর ঈদ ,যেখানে আমারা সবাই ভেবে ব্যস্ত ঈদে কোথায় কোথায় ঘুরতে যাব , কোন কাপড় পরব, কার কার বাসায় বেড়াতে যাবো ,কি কি খাব ,আরও নানা কিছু, সেখানে তাদের কোনই চিন্তা নেই তাদের প্রত্যাশা দুবেলা দুমুঠো খেতে পারা, কষ্টে সৃষ্টে জীবনটাকে এগিয়ে নেয়া ।
সমাজে ধনী গরিব শ্রেনী সবসময়ই থাকবে, ঈদ সবার জীবনেই আসবে । এ রা ঈদ পালন করবে যার যার নিজের মত করে। সেখানে কখনও কখনও দ্্বিতীয় শ্রেনীর মানুদের জন্য কেউ কেউ দু:খ করবে ,কেউবা দোষ খুজবে দেশের , কেউ সাহায্য করবে , কেউবা আমার মত কষ্ট পাবে তাদের অবস্থা দেখে । কিন্তু এসব তাদের কোন অনুভূতি থাকবেনা ।
হয়ত এটাই নিয়ম । আর এ নিয়েই কষ্ট লাগে আমার । হায়রে কষ্ট.....................................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০