চাঁদের রুপালি আলোয়
চোঁখে চিকচিক করে,
কিন্তু কেউ জানেনা
চাঁদ কি স্বপ্ন নিয়ে আছে বেঁচে ।
কবির কবিতায় বেঁচে থাকে প্রেম,
বেঁচে থাকে জীবনের জয়গান ।
কিন্তু কেউ জানে না সেই প্রেমে
দগ্ধ হয়ে কবি বাঁচে অকারণ ।
দগ্ধ হৃদয় নিয়ে
কবিতা লিখে
কবি মরে শতবার,
তবুও কবিতায় প্রেমকে বাঁচায় কোটিবার ।
যে প্রেমের বিষে নীল কবি,
আজও সেই প্রেমের সমাধিতে পূজো দেয় প্রেমের প্রদীপ জ্বালি ।
সেই প্রদীপের আলোয় আলকিত হয় প্রেম,
ভরে উঠে মুখরতায়,
দুরন্তপনায় মাতে অসংখ্য হৃদয়,
রচিত হয় স্বপ্ন সুখের ।
শুধু প্রদীপের নীচে ছেয়ে থাকে দুঃখ অনিশ্চত অন্ধকারের ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




