তোমাদের ছেড়ে যাচ্ছি দূরে,
মনকে রেখে যাচ্ছি তোমাদের বুকে,
শরীরকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে ।
আমার মনকে দিও একটুখানি ভালবাসা,
দিও গোলাপ রাঙ্গা ঠোঁঠের ছোয়া ।
চাঁদ জেগে থাকা রাতে,
আসবো না হয় দুষ্ট বাতাস হয়ে ।
দিও আমায় দুজনের দু ফোটা অশ্রু জল,
ধুয়ে-মুছে যাবে আমার ক্লান্তি সকল ।
ঘুমিয়ে পড়বো তোমাদের কোলে,
ডেকে দিও আমায় কাঁক ডাকা ভোরে,
বিদায় নেব সকলের চোঁখ ফাঁকি দিয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




