কিভাবে ভুলি তোমায়,
কিভাবে থাকি দূরে,
গোপন প্রেম যে বয়ে যায় এই বুকে ।
চন্দ্র তারা সাক্ষী,সাক্ষী এই রাতের বাতাস,
ভালবাসি বালিকা তোমায় পাহাড় সমান ।
অযথা অজুহাতে কেন কর মনের দ্বার বন্ধ,
এই বুকে আছে তোমার জন্য ভালবাসা অন্ধ ।
খোল তোমার ওই মনের তালা,
আমায় কর একটুখানি ইশারা,
ছুটে যাব তোমার বুকে হয়ে পাগলপারা ।
রাখো আমার প্রতি অগাধ বিশ্বাস,
ছাড়বো না তোমার ওই নরম হাত থাকতে এতটুকু নিঃশ্বাস ।
এখনো কি থাকবে চুপ করে?
বুকের মাঝে যে ব্যাথার নদী বয়ে চলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




