১১ টি অজানা ডিজিট,
একটার পর একটা সাজাই
মনের মত করে,
যেমন করে সাজাই তোমায় কল্পনার ঘোরে ।
ওপাশে অচেনা সব স্বর; কোনোটা কর্কশ, কোনোটা মিষ্টি,
তবূও আমার চাই তোমারটাই,
যেটা আমি আজো শুনিনি মুঠোফোনের কৃত্রিম সিগনালের বেশে ।
প্রতিদিনই ভাবি আজ বোধয় শুনতে পাবো,
প্রতিদিনই ভাবি আজ বোধয় চেয়ে নেব,
কিন্তু পরাজিত হবার আড়ষ্টতা আমাকে চেপে ধরে,
ভদ্রতার মুখোশ আমাকে পিছু টান দেয় ।
এভাবে আর কত পরাজয়?
পরাজয়ের গ্লানি লিখতে লিখতে
তাকে আমি হারাবো এটাও জানি,
জানি, সেও হয়ত আমায় খুঁজছে যেমন করে আমি তারে খুঁজি ।
কি নির্লিপ্ততার সাথে আমি লিখে যাই !
এমন করে তাকে বলে দিলেও পারি;
অথবা তাকে চমকে দিয়ে আমারটাও দিয়ে দিতে পারি ।
১১ টি অজানা ডিজিট,
আমার মুঠোফোন আর দ্বিধার দোলচালে আমি,
পার করে যাই এক একটি দীর্ঘ রজনী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




