আমার ফেসবুক প্রোফাইলকে বলি,
কে তুমি?
হে আমার সাইবর্গ তোমার কতটা আমি?
কে বা আদি আমি? বসে এই টিপছি কীবোর্ড?
আদি আমির অন্তের অভিমুখে যাত্রা করে
কোন উৎসমুখ পাইনি খুঁজে।
কোন আদি নেই আমার
সাইবর্গ এরপর কতদূর আমি?
কতদূর আলাপ, বিস্তার ও ঝালা? কয় মাত্রা, সম ও ফাঁক ?
আকাশগঙ্গায় পরিভ্রমণ করে কোন অন্ত দেখিনি আমার।
দেখি এক বিন্দু স্থানহীন, কালহীন আমি
আর আদিহীন অন্তহীন আকাশগঙ্গা
ফেব্রুয়ারি ৭, ২০১৭
উইস্কন্সিন, যুক্তরাষ্ট্র
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



