১। আমরা কত কিছুই না করি
আমরা কত কিছুই না ভাবি
এই যেমন আকাশটা নীল?
মেঘেরা যায় কার বাড়ী?
বৃষ্টির পর রঙধনুটা কার শাড়ী?
আমরা কত কিছুই না করি
ভাবনায় ওড়ে কত পরী
বালিতে রোদ নদীর জলে
চিকচিক করে মৎস্য রুপালী।
নদীটা কার সাগরটা যার
হতেও পারে আমাদের সবার
যেমনি করে চাঁদটা আছে
বায়ু পানিতে জীবন বাঁচে।
আমরা কত কিছুই না ধরি
জীবন যুদ্ধ জয় করি
ইচ্ছে হলে হেরে গলায় গান
শুধু ধরার মত ধরিনা
বাবার স্নেহ ভালবাসায়
মায়ের হাতের জাদুর ছোঁয়ায়
ভাই বোনেদের ত্যাগে গড়া
সবুজে ভরা দেশটার পাটাতন।
(৬ মে, ২০১৬)
২। প্রলাপ
আমরা প্রস্তর যুগে জন্মাইনি
তবু চারিদিকে আদিমতার ছাপ।
কত ঝড়-তুফান এলোগেলো
কত ভূমিকম্পে বিধ্বস্ত হলো শহর নগর
আমরা গায়ে গতরে শুধু নতুন হলাম
মস্তিস্কে রয়ে গেল হায়েনার বীজ।
আজ টিভির রিমোট ঘুরাতেই দেখি
পঞ্চম শ্রেণীর এক শিশু ধর্ষিতের খবর
প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছে আসামী
নিরীহ পরিবারটির হুমকির মুখে বাস।
গতকাল পত্রিকার পাতায় দেখেছি
স্বামী সন্তানের সামনে এক নারী ধর্ষিত।
দীর্ঘসূত্রিতায় বিচারের দৈন্যতা দেখা দেয়
যথারীতি মায়ের কান্না পৌঁছায়না যথাস্থানে
এই পরিণতি এখন নিত্য দিন সবখানে
খুন রাহাজানির কথা থাকনা দূরে
খবরের কাগজে ওসব থাকে থরেথরে।
নেই শাসন নেই প্রশাসন নেই বিচার এখানে
আচার অনুষ্ঠান সব কবে গোরস্থানে গিয়েছে
সাথে নিয়েছে সবার বিবেকের বালাই
অজানা শঙ্কায় শুধু দিন রাত গুজরাই।
(২২ জানুয়ারী, ২০১৬)
৩। আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
একলা যখন রাস্তায় হাঁটি কিংবা
পথ দূরত্বকে সাথী করে চলতে থাকি
তখন খুব খারাপ লাগে।
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
মেঘলা আকাশ বর্ষা দিনে
জানলা খুলে বসে থাকতে
ঝিরিঝিরি বৃষ্টি দেখতে খারাপ লাগে।
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
চাঁদনী রাতে জোছনা ধোয়া
গাছপালাদের মায়াবী রুপ
ছন্নছাড়া পৃথিবীটাকে খারাপ লাগে।
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
চৈত্র দিনের ভ্যাপসা গরম
চারিদিকে হাহাকার আর তৃষ্ণার্ত মন
ছাতিফাঁটা দুপুরটাকে খারাপ লাগে।
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
নিঝুম রাতে স্বপ্ন কিংবা জাগরণে
তোমার মুখটা ভীষন আমার মনে পড়ে
চরাচরে আঁধার শুধু খারাপ লাগে।
নাইবা বলি-
প্রাত্যহিক এক নিয়ম মাফিক
তোমার নামে মালা জপি
মুঠোফোনটা হাতে নিয়ে
তোমায় আমি বলতে গিয়ে
থমকে যাই-
খারাপ লাগে খারাপ লাগে।
(২৫ মে, ২০১৫)
পাদটীকাঃ কিছুক্ষণ আগে পাসওয়ার্ড রিসেট দিয়ে ব্লগে ঢুকলাম। ঢুকে দেখি এখানে আমার বয়স ৭ বছর ২ ঘন্টা। আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য সামু এই কাম করেছে বোধয়। যারা সাথে ছিলেন এবং আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভাল থাকবেন, সুখে থাকবেন। সুন্দর প্রাণবন্ত্য এই ব্লগটাকে সামনে এগিয়ে নিবেন। আমি বুড়াথুড়া ব্লগার সাথে আছি।
ব্লগ পোস্টের ছবিটা যথারীতি নিজস্ব এ্যালবামের। আর হ্যা, শেষ কোবতেটা একটা জনপ্রিয় কবিতার ছায়ার মত লাগতে পারে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ দুপুর ২:১৫