অনেক অনেক থিউরি থাকলেও হাজারখানেক ঘটনা ও বাস্তব অভিজ্ঞতা থেকে তিনটি (০৩) লক্ষণ পেলে ধরে নিবেন আপনার স্ত্রী আর আপনার নাই, সে অন্য কারও হয়ে গেছে।
১. আপনাকে অসম্মান, বেইজ্জতি ও অপদস্ত করে কথা বলবে। তুচ্ছ বিষয় নিয়ে সিকায়াত করবে। অযথা ঝগড়া করে সেটার দোষী আপনাকেই বানাবে।
২. আপনার সাফল্যকে তুচ্ছ বা এমনেই হয়, এগুলা যে কারও দ্বারাই হয় আর ব্যর্থতায় সান্ত্বনা না দিয়ে খারাপ কথা ও খারাপ অনুভব করাবে।
৩. আপনি তার যোগ্য না, বা সে আরও ভাল পেতে পারে, কথায় কথায় তালাক, আলাদা হওয়া, ঘনঘন বাইরে যাওয়া কারণ ছাড়া, খরচের পরিমাণ কারণ ছাড়াই বাড়িয়ে দেয়া আর "প্রাইভেসি" নিয়ে কনসার্ন হয়ে যাওয়া। কারণ, যাকে আপনি জামা কাপড় ছাড়াই পাবার অধিকার রাখেন, সেখানে বিভিন্ন বিষয়ে প্রাইভেসি ইস্যু টেনে আনাটা ভিন্ন কিছুর নির্দেশ করে।
আর মোটা দাগে, নারী যখন অন্য কারও হয়ে যায়, তখন সে বর্তমানের কাছে বেপরোয়া হয় যাতে বর্তমান নিজ থেকেই তাকে তালাক দিয়ে দেয়!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




