বাসের হেলপার, কন্ডাক্টর, এমনকি রিক্সাওয়ালা যতই গরিব হোক না কেন বয়সে বড় হলে তাদেরকে #আপনি করেই বলা উচিত।
কিন্তু খারাপ লাগে যখন দেখি, অতি শিক্ষিত লোকেরাও হরমেশাই তাদেরকে #তুই তাকারি করে কথা বলছে ! এমনকি বাপের বয়সি কাউকে দেদারছে #গালাগালি করে just কয়েক টাকা কম দেয়ার জন্য !
যদিও তারা গার্লফ্রেন্ড এর পিছনে শত শত টাকা ব্যয় করছে দেদারছে !!
একবার ক্যাম্পাসে খেয়াল করলাম, এক ছেলে এক রিক্সাওয়ালা কে খুব বকাঝকা করছে। কারনটা নিশ্চয়ই ভাড়া নিয়ে। অবশেষে ছেলেটা কম ভাড়া + গালাগালি করতে চলে গেল ! ,,,,, রিক্সাওয়ালা র কাছে যেতেই উনি অনেকটা কেঁদে কেঁদে বলা শুরু করলেন,,,
" বাবা, আমি উনার কাছেই এক টাকাও বেশি চাই নাই। উনি আমারে খালি খালি গালিগালাজ করলো। আমার ৩ ছেলে কলেজে পড়ে। ভার্সিটিতে পড়লে এমন গালিগালাজ শিখে তাইলে আমি,,,,,,! "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






