কাউকে ধন্যবাদ জানানো খুবই ভাল একটি শিষ্টাচার। এই শিষ্টাচার মানুষের পারস্পরিক সম্পর্ককে আরো প্রগাঢ় ও নিবিড় করে তুলে।
বাংলাদেশের মানুষ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে কাজের সন্ধানে।
ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কারণে মানুষ বিভিন্ন দেশে এখন অবাধে যাতায়াত করে।
সে সমস্ত দেশে অন্তত ধন্যবাদ টুকু তাদের ভাষায় দিতে পারলে তারা খুব খুশি হয়।
ভিনদেশি মানুষের মুখে নিজের ভাষা শুনতে সবারই ভালো লাগে। আর ভিনদেশী মানুষ যদি নিজের দেশের ভাষায় ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা তো আরো আনন্দদায়ক ব্যাপার।
এবার আসুন কয়েকটি ভাষায় ধন্যবাদ শিখে নিইঃ
১। বাংলা ভাষায়ঃ আপনাকে অনেক ধন্যবাদ।
২। ইংরেজি ভাষায়ঃ Thank you very much.
৩। হিন্দি ভাষায়ঃ आपका बहुत बहुत धन्यवाद। (আপকা বহুৎ বহুৎ ধন্যবাদ।)
৪। ফরাসি ভাষায়ঃ Merci beaucoup.
৫। স্প্যানিশ ভাষায়ঃ Muchas gracias/ Gracia's
৬। জার্মান ভাষায়ঃ Vielen Dank.
৭। ইতালিয়ান ভাষায়ঃ Grazie mille.
৮। আরবি ভাষায়ঃ شكرا جزيلا.।(শুক্রান জাজিলান)।
৯। জাপানি ভাষায়ঃ どうもありがとうございました。( Domo Arigatogozaimashita).
১০। চাইনিজ ভাষায়ঃ 非常感谢你。feichang ganxi ni).
১১। উর্দু ভাষায় ঃঃ بہت بہت شکریہ (বহুৎ বহুৎ শুকরিয়া)।
সর্বশেষে, বোনাস হিসাবে মালয়েশিয়ান ভাষায় ধন্যবাদঃ Terima Kasih.
যারা কষ্ট করে পোস্টটি পাঠ করেছেন তাদেরকে ফরাসি ভাষায় ধন্যবাদ জানাইঃ।
Merci beaucoup.
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



