এমনিতেই বিগত বছর খানেক ধরে দেশের অনেক জিনিসপত্রে দাম বেড়েছে। মানুষ হাশফাশ করছে। নিত্য দিনের পণ্য দ্রব্য কিনতেই মানুষের দম বেরিয়ে যাচ্ছে।
আগের মানুষ কি সুন্দর দিন কাটাইতো!
এরই মধ্যে ব্যবসায়ীরা নীরবে বাড়িয়ে দিয়েছেন একটি অত্যন্ত দরকারী পণ্য - সব ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম । আফসোস! এটা সক্ষম দম্পতিদের জন্য বড়ই আফসোসের একটি ব্যাপার। এই কঠিন সময়ে এই কাজটি করা সঠিক হয়নি।
হঠাৎ করে বলা নেই কওয়া নেই এই সব অতি দরকারি জিনিসের দাম ডবল করে দিল। এটা কোন কথা। যেই বেলুন পাওয়া যেত ২০ টাকায় তা করে দিল ৪০ টাকা! এটা কোন কথা হলো! এগুলো এমন পণ্য যার দাম বাড়ালে মানুষ টু শব্দটি করবে না এটা বোধ হয় ব্যবসায়ীরা জানে।
কিন্তু এই দাম বৃদ্ধিতে আখেরে ক্ষতি হবে দেশের । এমনিতেই দেশের জনসংখ্যা হুহু করে বেড়ে যাচ্ছে। এর মধ্যে মরার উপর খরার ঘা।
এখন গরীব ও কম আয়ের মানুষ কি ভাবে তাদের পরিবার কে পরিকল্পিত আকারে সীমিত রাখবে? তাদের সংসার চালানোই তো দায়। এর মধ্যে ডবল দামে কে যাবে বেলুন ফেলুন কিনতে। অথচ মায়াবড়ি, ফেমিকন এই সব জিনিস চাল ডালের চেয়ে কোন অংশে কম বলুন!
আমি এই সব অতি দরকারী নিত্যপণ্যের মূল বৃদ্ধির তেব্র প্রতিবাদ করছি।
দেশের জনসংখ্যা সীমিত রাখতে এই সব পণ্যের দাম সবার সামর্থ্যের নাগালে রাখা দরকার।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮