আমরা যে কেউই যে কোন সময়ে অসুস্থ হতে পারি। এটিই প্রকৃতির নিয়ম।
অসুস্থ হলে যেতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলে তিনি প্রেসার ট্রেসার মেপে একগাদা টেস্ট দিয়ে দেন। সেই টেস্টের খরচ যোগাতে রোগীর দম বেড়িয়ে যাবার যোগাড়।
কোন ডাক্তার যদি বিখ্যাত হন তাহলে রোগীর বিড়ম্বনার কোন সীমাপরিসীমা নেই। প্রথম বিড়ম্বনা হলো সিরিয়াল নেয়া। বড় ডাক্তারের সিরিয়াল নেয়া চাট্টিখানি কথা নয়। ২/৩ মাসের লাইন তো থাকেই। তবে এখানেও অনেক কলাকৌশল আছে। সেই কলাকৌশল প্রয়োগের মাধ্যমে সিরিয়াল নম্বর ২ মাস এগিয়ে আনা খুবই সম্ভব।
হালআমলে আবার চালু হয়েছে অনলাইনে সিরিয়াল নেয়া। অনলাইনে সিরিয়াল নেয়ার সব চেয়ে বড় যন্ত্রণাদায়ক ব্যাপার হচ্ছে- প্রিপ্রেইড করা। যেমন ধরুন আপনি ডাক্তার মফিজ সাহেবকে দেখাবেন। অনলাইনে সিরিয়াল নিবেন। এখানে আপনাকে যে ত্যাগটি স্বীকার করতে হবে তা হচ্ছে – অনলাইনে সিরিয়াল নেয়ার শর্ত হিসাবে সাথেই অনলাইনে টাকা অগ্রিম পরিশোধ করে দিতে হবে।
ধরুন, আপনি এক জন দুর্ভাগা রোগী। আর মিস্টার মফিজ একজন এক জন সৌভাগ্যবান ডাক্তার। আপনি অনলাইনে অ্যাপয়ন্টমেন্ট পেলেন ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখে ডাক্তার আপনাকে দেখবে। কিন্তু আপনাকে আজই মানে ৩রা জানুয়ারি ২০২৪ তারিখেই ডাক্তারে সাহেবের সব পাওনা পরিশোধ করে দিতে হবে। নইলে আপনি সিরিয়াল পাবেন না।
এখন একটা ইমানী কথা বলি। আপনার সিরিয়াল পড়েছে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখে বেলা সাড়ে ১২ টায়। আল্লাহ সোবাহানা তায়ালা না করুন, আপনি ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত যে বেঁচে থাকবেন তার কি কোন নিশ্চয়তা আছে? ধরলাম- আপনি সব প্রতিকুলতা কাটিয়ে ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বেঁচে থাকলেন। কিন্তু ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ সকালে কিংবা তার আগের দিন কোন দুর্ঘটনায় পতিত হলেন। সঠিক তারিখে আপনি ডাক্তারের সামনে হাজির হতে পারলেন না। তাহলে কি হবে?
প্রশ্নটা করছি এই জন্য আপনি তো ডাক্তারের ভিজিট বা পাওনা আগেই দিয়ে ফেলেছেন কিংবা ডাক্তার আগেই নিয়ে নিয়েছেন। কিন্তু তিনি রোগী দেখেননি। তাহলে এই টাকা কি ডাক্তারের জন্য হালাল হবে? যদি হালাল না হয় তাহলে রোগী দেখার আগেই ডাক্তার কেন টাকা হাতিয়ে নেন?!
জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।
আফসোস!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




