সুনিল আকাশ কিংবা দূর দিগন্তে
যদি হারিয়ে যাই কখনো,
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে
যদি কখনো তলিয়ে যাই,
যদি আর কখনো ফিরে না আসি
এই ধুলি মাখা পৃথিবীতে,
তবে ভেবে নিও
আমি আকাশ হয়ে দেখছি তোমায়
যে আকাশের সূর্য্যের আলোয় তুমি আলোকিত।
ভেবে নিও
ঐ রাতের আধখানা চাদ হয়ে দেখছি দেখছি তোমায়
যে চাঁদের জোঁৎস্নায় তুমি ভিজে চলেছ অবিরাম।
ভেবে নিও
আমি বাজছি তোমার হাতের কাকন হয়ে,
পায়ের নূপুর হয়ে,
আমি দুলছি তোমার নাকের নোলক হয়ে,
কানের দুল হয়ে,
ভেবে নিও আমি চলছি তোমার ছায়া হয়ে
তোমার চারপাশে অবিরাম।
কোনদিন যদি আমায় খোঁজ
শুধু হাতখানা বাড়িয়ে দিও,
দেখো, আমার স্পর্শ পাবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



