একমুঠো বৃস্টি রেখেছি দু'চোখে
আষাঢ় মাস যার পুরোটা জীবন জুড়ে
দুঃখ সাজাই দু'চোখে মেঘের কাজলে
কদম ফোটে স্বচ্ছধারায়
দেখবে আমার প্রতিবিম্ব মুঠোভর বৃস্টিতে।
এসো না, আজ গাইবো গান কাছে পাবার
শুনবো মেঘের গর্জনে আকাশের ভালোবাসার
স্পর্শের বাইরে থাকুক সে যতদূর!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




