মেঘের দেশের পরী
ভাসছো মেঘের ভেলায় ;
ভেবেছ কখনো কতটা সময় গেল চলে?
নিদারুণ অবহেলায়।
কত বসন্ত গেল!
কত পূর্ণিমা রাত!
কত অমাবস্যা অন্ধকার;
হল না সময় তোমার।
মেঘের দেশের পরী সময় যে চলে যায়,
সূর্যদগ্ধ হয়ে মেঘেরা কোথায় যেন লুকায়।
প্রচন্ড খরতাপে সারা পৃথিবী ঘর্মক্লান্ত যখন
কোথা থাকে তোমার ভেসে চলা আলোর নাচন।
পর্বত শিখরে বাধা পেয়ে তুমি
বেদনায় হও কালো;
তোমার কান্নায় ধূলিধূসরিত ধরণী
ভিজে সিক্ত তৃপ্ত হলো।
রিমিঝিমি সুরে কান্না তোমার
ধরণীর জুড়ায় প্রাণ
জলকণার শীতল ছোয়ায়
রুদ্ধপ্রকৃতির স্নিগ্ধতা যেন অম্লান।
মেঘের দেশের পরী
একটু ব্যাথা পাও,
একটু খানি কাঁদো;
দগ্ধ জ্বালা দূর করে এ প্রাণেরে সুখের বাঁধনে বাঁধো।
এখনি সময় ,
আর দেরী নয়,
একটু খানি ভাব!
তোমায় নিয়ে ভাবছি আমি
স্বর্গরাজ্যে যাব।
------------------------------------------------------------------------
মেঘের দেশের পরী রাজি কি না বল....তোমাকেই বলছি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




