শুভ সকাল হে অমোঘ নিয়তি
কেটে গেছে যে তিমির রাত্রি
কুয়াশার চাদরে জড়িয়ে
সূর্যটা মাঝে মাঝে দেয় উঁকি;
হিমেল হাওয়া বহে!
ওমিক্রন কোভিড উনিশ আক্রান্ত এই পৃথিবী
জীবনের সমীকরণে নতুন শর্ত জুড়ে দেয়
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে নাগরিক জীবনে
মুখবন্ধনি পড়ে চক্রবৃদ্ধিহারে দূর্ভোগ বাড়ে
সামাজিক দূরত্বের নীতি চাপিয়ে
দ্রব্যমূল্যের যেন নেই কোন বিবেচনা
নেই কোন উপযুক্ত নিক্তি
যাতায়াত খরচ অশ্বের বেগে বাড়ে নিমিষেই
সত্তুর থেকে এক লাফে একশো বিশ .
মানুষ মরে করোনায় মনুষ্য বিহীন জানাজায়
ধুকে ধুকে মরে তারা নব্য উপনিবেশবাদ
আর অবিবেচনায়।
টিকে থাকাই যেনো হয়ে ওঠে মূখ্য
তবুও শুভ সকাল খোশ আমদেদ
বুঝা যায় বুঝা যায়
প্রেম বেঁচে থাকে প্রগাঢ় অনুভূতিতে
সুন্দর এক আগামীর প্রত্যাশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



