যদি তোমার লাগে ভালো—
ভোরের শিশির দূর্বা ঘাস রাতের তারা মেঘলা আকাশ আঁধার কালো
রিমিঝিমি বাদল ধারা সন্ধ্যা তারা জুনাক জ্বলা আঁধার রাতে
সব কিছুই আসুক তবে দিক ধরা তোমার কাছে
অধরা প্রেমখানি মোর আলোর মিছিল সিঝিল হয়ে
আনুক প্লাবন খুশির ঝিলিক আনন্দ গান হয়ে তোমার প্রাণে
ভ্রমরের গুঞ্জনে হোক তবে আলোর নাচন
তোমার হাড়ে বুক পাঁজরে অনুভূতির সতেজ ত্বকে
লোম কূপে— মম লোমশ বুকে,
হৃদয়ে তব সুখের নাচন।
কীসের নেশায়, মন ছুটে যায়?
কি অভিপ্রায় কীসের আশায়?
কেনই বা লেখা রাত জাগা নিরবতা ভাঙা উদাত্ত আহবানে অবলা প্রাণে
যেন অনাদিকাল ধরে— কীসের তরে? কীসের লাগি?
মোর করে প্রণয়বাঁশি প্রেমের মৃদঙ্গ বাজে আমরা জাগি প্রতীক্ষার সারারাতি।
কীসের লাগি, মোরা দুজন ডাহুকপাখি?
নির্জনে— প্রেমের বৃন্দাবনে,
কেন এত শূণ্য লাগে?
আমি বিনে তব প্রাণে প্রেম যদি কেবলই বিড়ম্বনা!
কেনইবা এসব প্রগাঢ় অনুভব?
আমরা দু’জন বাঁধনহারা
তোমায় ডাকি বেঁধে রাখি— অনেক মায়ায়
হস্তে তব সোনার কংকন গলায় হার চোখে কাজল পরীর সাজে
সুখের নাচন লজ্জাবতী লতার মতন— এই যে গুটিয়ে যাওয়া।
তুমি যেন মন বধূয়া, চাঁদ জাগা রুপোর রাতে ডাকো কাছে
ভালোবাসি যে তোমাকেই দিবানিশি—
জড়িয়ে রাখি অপার মায়ায়
দেইনা ছেড়ে—কোন সুদূরে গড়ো হে আবাস
এমন প্রগাঢ় প্রেমে মানে না যে কোন বাঁধা
…………………………………………………….
মোরা যেন সোনায় সোহাগা মানিক জোড়া
গভীর প্রেমে অবুঝ মায়ায় পাগলপারা;
পাখির কূজন অনেক সুজন বাঁধনহারা..
হে তটিনী, সুপ্রিয় বহতা আমি তব নৌকো মাঝি…
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪