
মনেরও মাধুরী তব উছলিয়া ওঠে প্রাণে
মন্ত্রমুগ্ধ যেন কথার ফুলঝুরি ফোটে
তব স্তুতি বন্দনায়।
যেন মৃত দেহে জাগে প্রাণ
কবরের নিরবতা ভেঙে— এ এক অবাক মুখরতা
মৃত্যুপুরী নয় এ যেন এক স্বর্গীয় উদ্যান।
তুমি শুধু — আমারই অপেক্ষায়
স্তুতি বন্দনায় যেন অটুট থাকে
আমাদের দুজনার কালোত্তীর্ণ প্রেম।
মনেরও মাধুরী মিশিয়ে
তব প্রেম তব প্রাণ স্বর্গসমান।
তুমি আমারেই সঁপেছো তবে
ক্ষণিকের বিচ্যুতি মনে হলে
তোমার চাপা অভিমান
প্রকাশ্য দিবালোকোর মত
স্পষ্টতই ধরা পড়ে…
ভেবো না ভোবো না
কাব্য চর্চার হে অনন্ত প্রেরণা—মম।
চলছে চলবে ..... জীবন নিরবধী
মোরা মিশে যাবো হবোই হবো এক দেহ এক প্রাণ
যেন এক আত্না
তুমি দাও যদি —নেবো নেবো গো
প্রেমের একান্ত অধিকারে তোমার প্রেমের ছোট্ট ঘরে
এই প্রেম অপ্রগলভ নেই যে এতে কোন ত্রুটি বিচ্যুতি ।
নিয়ত প্রেম নিমগ্ন থাকি যেমন অস্তরবি রোজ সাগরে
গোধূলীর আলো মেখে দেয় ডুব
সুখের স্বর্গ বিরচনে আমরা দু’জনে সৃষ্টি করে যাবো
মনসা মঙ্গল রক্তকরবী হৃদয়মালতী…

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



