এ এমনি এক অনুভূতি
যেন জীবনটাই থেমে যাবে না পেলে
আটটি প্রজাপতি আমার চাই..
বিনিময়ে আমি এনে দিতে পারি
একশত তেতাল্লিশটি শতদল তোমার হাতে
গভীর শীতের রাতে
তবুও উষ্ণতা কমবে না শরীরে এতটুকু
আমি থামবো না কোনদিন
আঙুলে আঙুলে খেলা হবে সারারাত
ক্লান্তি স্পর্শ করবে না তবুও কোনদিন
শুধু তুমি যদি থাকো পাশে আজীবন
আমি গরলও হজম করতে পারি
শুধু পারবো না তোমাকে ছাড়া বাঁচতে একদিন ও
পারবোনা ভালোবাসার জ্যামিতি আঁকতে ওষ্ঠে অথবা গ্রীবায়
আমি সবই পারি শুধু তোমার গভীরে ইন্দ্রে ..
আমি যেন প্রেমের দেবতা তোমার স্পর্শ পেলে
আমি জেগে ওঠি যেমন করে রাতে জেগে ওঠে তারা
জোনাকির মিটি মিটি আলো ঝিঁঝিঁ পোকার ডাক..
সব যেন অর্থহীন তুমি হীন রাত্রি তিমির আঁধার!
আমাদের দুজনের প্রেমে যেন ঋতু পরিক্রমায় যোগ হয় ঋতুরাজ বসন্ত
বসন্ত এসে গেছে সুপ্রিয়
তবে কী প্রতীক্ষার অবসান হয়ে গেছে ?
তুমি কী প্রস্তুত বসন্তে পরাগরেণু গায়ে মেখে.. ?
তুমি কী প্রস্তুত বাঁধ ভাঙার উচ্ছাসে আবেগে?
সবকিছু শেষ হয়ে যায় ভালোবাসা হয় না লীন
ভালোবাসা বেঁচে থাকে অনন্ত কাল বাকি সব অর্থহীন।
এ এমনই এক গভীর অনুভূতি
আটটি প্রজাপতি আমি চাই শুধু তোমার কাছে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



