উষ্ণতা নেই আর—
অস্বস্তি কেটে গেছে—তাই
আরাম দায়ক আবহাওয়া
করছে বিরাজ—
যেন তুমি আমাকে ভালোবেসে রয়েছো নির্ভার।
অস্বস্তি কেটে গেছে তাই হৃদয়ের আঙিনা থেকে।
প্রশান্তির বৃষ্টি পড়ে, ভ্যাপসা গরম নেই আর।
এভাবেই যেন লেখা হয় রোজ
অপ্রগলভ প্রেম তোমার আমার..
হৃদয়রাজ্যের দায়ভার থেকে তুমি স্বপ্ন সাজাও
প্রেমহীন বেঁচে থাকার নেই কোন মানে
তুমি জানো কতটুকু ভালোবাসো কত করো ঘৃণা
আমি ছাড়া অচল তুমি— মনে করো কী না
তাই যদি হয় কেন করো ভয়
সহস্র কবিতা সতত সঙ্গী তোমার
এমন গভীর প্রণয় বলো কতজনের হয়
দৃষ্টান্ত দেবার মতো ভালোবাসা অর্থহীন নয়
মম সৌরজগতে তুমি যদি পৃথিবী হও
বিশ্ব মানবতা বুকে লয়ে
স্বার্থক জনম তোমার—সতত সাফল্যময় ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




