চলো সবে প্রাণ ভরে করি উপভোগ
এ যে চূড়ান্ত বিজয়ের দিন এদেশের
কতো দূর্ভোগ অগণিত প্রিয় বিয়োগ
শেষে অবশেষে এসেছে এই দিন।
সুদীর্ঘ পরাধীনতার দিন হয়েছিল লীন
চিরতরে, আজ তাই আনন্দের সীমা নাই
আনন্দে নাচে প্রাণ গাহি বিজয়েরই গান
উৎসব উৎসব পাখির কলরব নাচে জলতরঙ্গ
মনটা আজ তাই মুক্ত বিহঙ্গ খুশির সীমা নাই।
বৈষম্যহীন একটি দেশ গড়ার প্রত্যয়ে
নয় মাস সসস্ত্র সংগ্রাম শেষে অবশেষে
লাল সবুজ পতাকা হয়েছিল যে উড্ডীন
স্বাধীন বাংলার আকাশে বাতাসে।
আহা কি যে আনন্দ! আহা কি যে স্বস্তি!
আজকের এই দিনে মিলেছে যে মুক্তি
ভেবে ভেবে মন তাই মুক্ত বলাকা
নাচে মন নাচে প্রাণ তাধীন তাধীন
বাজে বিজয়ের বীণ সুদৃঢ় প্রত্যয়ে।
বিজয়ী ডিসেম্বর তোমাকে স্বাগত জানাই
বিনম্র শ্রদ্ধায়, এসো হে এসো হে বিজয়ী ডিসেম্বর
বারবার আনন্দ উৎসবে প্রচণ্ড পরাভবে
বাংলার আকাশে বাতাসে প্রেমের অনুরাগে।
দেশকে ভালোবেসে লাখো শহীদের
আত্নবলিদান শেষে এসেছিল বিজয়ের এই দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


