
তিন তিন গোলে সমতা
অতঃপর টাইব্রেকার —দূর্দান্ত প্রতিদন্ডিতাপূ্র্ণ ম্যাচ
মার্টিনেজ যেন তাতে এক— দূরন্ত বাজপাখি
দূর করে দিয়ে সব অতীত গ্লানি ব্যর্থতা।
অতঃপর এলো সেই মহেন্দ্র আনন্দঘনক্ষণ
সেনাপতি মেসি যখন— আনন্দচিত্তে করিলো চুম্বন
বহুকাঙিক্ষত সোনার বিশ্বকাপে ফুটবল বিশ্ব পেল যেন পূর্ণতা।
এমবেপ্পের অসাধারণ হ্যাট্রিক গেলো যে বিফলে
ডি ম্যারিয়াও ছিল যে অনবদ্য বিশ্বকাপ ফাইনালে;
সবকিছু ছাপিয়ে মেসি মেসি ধ্বনি
বাজিল ল্যাটিন ফুটবলের জয়ধ্বনি
ভামোস আর্জেন্টিনা যেন আনন্দের খনি।
অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ এর হলো যবনিকা
স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে
মেসি যেন ধ্রুবতারা—অসামান্য অর্জন তার
হে অধিনায়ক হে কিংবদন্তী লিওনেল মেসি
চারিদিকে আজি তোমার জয় জয় কার
নেই আর কোন কিছু যে বাকি
পৃথিবীর আনাচে কানাচে
তোমার অগণিত ভক্ত আর গুণগ্রাহি
তৃপ্তির ঢেকুর তুলে করিতেছে তোমার বন্দনা;
আনন্দ আনন্দ রব গ্রেটেস্ট শো অন আর্থ
তাই স্বার্থক ষোলআনা।
মেসি পেরেছে নেইমারও পারবে
শিল্পের কাছে পাশবিকতা হারবে
ফুটবলের জয়গান এভাবেই চলছে চলবে।
অভিনন্দন মেসি বাহিনী ভামোস আর্জেন্টিনা ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


