
ব্লগ মানে লেখার স্বাধীনতা
ব্লগ যেন মোর ইচ্ছে খাতা,
যেন রাতের আঁধার ঠেলে— ভোরের রবির প্রকাশ।
ব্লগ মানে তর্ক-বিতর্ক মুক্ত আলোচনা
ব্লগ মানে চাতক চোখে গভীর পর্যালোচনা
সমাজ, দেশ ও সংস্কৃতি লয়ে মেধার পরিপূর্ণ বিকাশ।
ব্লগ মানে রম্য— গল্প—কবিতা
ব্লগ মানে জীবন্ত সংবাদ অটুট বন্ধন
ব্লগ মানে জনসেবা— শীতবস্ত্রবিতরণ
বন্যাদূর্গতদের মাঝে ত্রাণসামগ্রীবিতরন।
ব্লগ মানে বাঁধ ভাঙার আওয়াজ
সত্যের সন্ধানে, ব্লগ মানে জ্ঞানের প্রদীপ জ্বেলে
দূর করা সকল কুসংস্কার।
ব্লগ মানে আধুনিকতা চিন্তা শক্তির বিকাশ
ব্লগ মানে তোমার আমার অপার মিথোজীবিতা
হৃদয়ের গহীন থেকে মোদের প্রাণের উচ্ছ্বাস—অপ্রগলভ প্রেমে
ব্লগ দিয়েছে মোদের নতুন জন্ম ব্যক্তিত্বের বিকাশে
ব্লগ ডে অনন্য তাই যে মোদের সকলের তরে
ব্লগ ডে সফল হোক সমৃদ্ধ হোক দিনে দিনে
আমাদের মাঝে উৎসবমুখর ক্ষণ হয়ে।
উৎসর্গ- মঙ্গলকামনায় সকল ব্লগার।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


