নিরলস সাধনায় যদি তোমারে পাওয়া যায়
ভেবে ভেবে বলো কে পাবে গো তোমায়?
অপ্রগলভ প্রেমে করো যদি অর্পন—তোমার অবলা মন
বলো না গো তবে কে যোগ্যতম এখন—তোমার পাশে।
যোগ্যতম কে বলোনাগো প্রেমের অনুরাগে
যেন যুগ যুগ ধরে তোমার হয়ে ডাকে
যেন কতো আপনের আপন স্বপনের স্বপন
চাতক সম প্রেমতৃষ্ণা লয়ে বুকে
যেন এক ধ্যান মগ্ন বক— একপায়ে ঠায় দাঁড়িয়ে
সব বাঁধা পেরিয়ে— এক সাগর প্রেম
বলো আছে কার মনে?— বলো না।
ভেবে ভেবে বলো দ্বিধাহীন চিত্তে বলো
সে কী নই আমি—যে প্রেম হীরার চেয়ে দামী
যেন স্বর্গসুখের খনি যার প্রতীক্ষায়
দিন পেরিয়ে হয় রাত— রাত পেরিয়ে ভোর
তা আছে আমার কাছে, জানে অন্তরযামী
দাও দাও দাও করো হে অর্পন
তোমার ঐ মন প্রাণ— কর হে সমর্পন।
বিলম্ব আর নয়— হয় যেন পরিণয়
যাওগো ভালোবেসে এইবার কাছে এসে,
আমার প্রজাপতি মন।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


