যদি কবিতায় সবকিছু বলা যায় অনায়াসে
কতটুকু দায় বাকি থাকে, কতটুকু অপূর্ণতায়
ডুবে থাকি তুমি আমি, কতটুকু নিমজ্জিত ঋণে ..
তুমি যদি হও তৃপ্ত, দৃপ্ত প্রত্যয়ে আমি বলে
দিতে পারি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি
আর কি দরকার?
আমার মতো কে পেরেছে আর
তোমার হৃদয় কেড়ে নিতে
তোমার ইচ্ছে খাতায় মনের পাতায় যে আমিই সেরা অনবদ্য
নজরুল রবীন্দ্রনাথ মধূসুদন কিংবা জীবনানন্দ
তারা কি জানে ? নয় মাত্রার ভূমিকম্প হলে
ঢাকা মহানগরীর মানচিত্র কতটা বদলে যাবে!
করোনা আক্রান্ত পৃথিবীর দাবি কিভাবে মেটাবে?
বন্যার পূর্বাভাস কিংবা ভূমিধ্বস নগর পরিকল্পনা বল না
আমার মতো কেউ কি আছে?
খনিজের অনুসন্ধানে নিরলস প্রচেষ্টায়
সততার বর্ম পড়ে প্রবঞ্চনা কে করে আলীঙ্গন
আমার মতন করে, বলো না আর কি দরকার!
আমিও কিন্তু পারি লিখতে রম্য গল্প কিংবা ফিচার ..
আমি ও করতে পারি দারুন সব মন্তব্য
তুমি চাইলে, তুমিই বলে দাও কবিতায়
সব কিছু যদি বলে দেয়া যায় আর কি দরকার?
কবিতা আমার রক্তে টগবগ করে
সতত আমায় রাখে ঘিরে
তুমি তো শুধু আমার আমি তো জানি
আমি তুমি নৌকো- নদী অপার মিথোজীবিতায়
ভালোবাসি শুধু তোমাকে সুপ্রিয় কবিতা হে
তুমি আমার হলে আর কিছু চাই না যে আমি ।
সেরার স্বীকৃতি যাক চলে লেখা লেখি যায় যদি বিফলে,
অনায়াসে বলে দিতে পারি তুমিই আমার শ্রেষ্ঠ পুরস্কার, সর্বোত্তম অর্জন
প্রিয়তমাগো এই জীবনে ..
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



