
কালো মানিক গেলো চলে না ফেরার দেশে
এই মায়ার ভূবন ছেড়ে
তিনটি বিশ্বকাপ জিতে
আজও যে তিনি ফুটবল বিশ্বের রাজা পেলে।
অগণিত মানুষের ভালোবাসা
আথ দুচোখের বিস্ময় মাখা ঘোর;
ভয়ংকরতম এক গোল মেশিন কালো মানিক পেলে ।
চিরোবিদায় তোমায় তোমার তুল্য কেহ নাই
কীর্তিমানের মৃত্যু যে নেই তোমারও ঠিক তাই
আপন কর্ম গুণে তুমি মৃত্যুকে করেছো জয়
ক্ষণিকের এই পৃথিবীতে তুমি যে অব্যয় অক্ষয়।
তোমার নাম রয়ে যাবে ইতিহাসের পাতায়
পৃথিবীর আনাচে কানাচে কোটি মানুষের অন্তরে।
বিদায় ফুটবল রাজা হে চিরোবিদায় পেলে
সহস্র গোলের কীর্তি তোমার দখলে
চিরোনিদ্রায় শায়িত তুমি তাই আজ মরেও অমর হলে।
ছবি : নেট থেকে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



