অভিনন্দন সুস্বাগতম হে নতুন
তোমার আগমনে মোদের এই আনন্দ ঘন ক্ষণ
এলো আজ ধরাতে আতশবাজি তাই যে ফুটে
উড়ে ফানুস আলোর বিচ্ছুরণ গায়ে মেখে কত রং আকাশে বাতাসে খুশির বর্ণিল আভা যেন উছলিয়া ওঠে জরাজীর্ণ পুরাতনের বিদায়ে
গগণবিদারী নিনাদে বিষাদের ইতি টেনে সকলের এই আনন্দ আয়োজনে খুশিতে তাই নাচে মন
নতুন বছর সাফল্য নিয়ে আসুক প্রতি পদে বাংলার ঘরে ঘরে আনন্দ অনুভবে
হে নতুন অভিবাদন তোমাকে
তোমার আগমনে ব্যর্থতার হোক ইতি
সাফল্য গাঁথা ভালোবাসা প্রীতি
হোক বিরচন সকলের জন্যে এই শুভকামনা
হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু থ্রী গুড বাই ২০২২
নতুন বছর এসেছে তাই এই আতশবাজি ফানুস উড়ানো আনন্দ উচ্ছ্বাস গগণবিদারী উল্লাস
নতুন বছর জুড়ে আমাদের মিলনের মহেন্দ্র ক্ষণ হয় যেন বিরচন বারেবারে
সাফল্যের পদচারণায় মোদের মুগ্ধ হয় যেন বিশ্ব
বিদায় ২০২২ সুস্বাগতম খোশ আমদেদ হে নতুন ২০২৩ ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



