অতঃপর শুভ্র মরে গেছে
হয়তো অভিমানে
হয়তো বেঁচে থাকার অনন্ত চেষ্টার পর
অতি অল্প বয়সে তার এই চির প্রস্থান।
আহা !মনে হয় এই তো সেদিন..
ক্যাম্পাসে তার উজ্জ্বল তারুণ্য
টগবগে উপস্থিতি বাড়িয়ে দেয় দ্যুতি
ছিলো তার ক্যামেরা
আর ছবি তোলার শখ নাম যশ
হাসিখুশি আড্ডামুখর সেই ছেলেটি
পৌঁছে গেছে যে না ফেরার দেশে
সেই হৃদয় বিদারক খবর
এখন ফেসবুকে মুখে মুখে পৌঁছে গেছে সারাদেশ।
দূর্বিপাকে পরে তিনদিন অজ্ঞান থাকার পর
আজও যে আছি বেঁচে
স্রষ্টার অপার কৃপায় ,
অথচ ছেলেটি মরে গেছে
সুদূর এমেরিকায়
সেইখানে মৃত দেহ টাই যে শুধু পরে আছে
কখন যে মরণের ডাক আসে কে জানে?
মানব জনমের সব দায়ভার
শেষ হয়ে গেছে তার মৃত্যুর পর
এখন সব থেকে বড় তার মৃত্যুর খবর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



