মায়ের ভাষা ভালোবাসা,
মায়ের ভাষা মেটায় মোদের মনের তৃষা।
মায়ের ভাষা যে একান্ত অধিকার,
মায়ের ভাষা একান্তই সহজাত।
মায়ের ভাষায় বলতে দিবে না বলে
বুকের তাজা রক্ত দিয়েছিল ঢেলে
বাংলা মায়ের সোনার ছেলে
আমার ভাইয়ের জীবন দানে
তবেই মোরা বায়ান্নে প্রাণের দাবি
রাষ্ট্র ভাষা বাংলা পাই।
এমন নজির আর কোথাও যে নাই।
শহীদ মিনারের বেদীতে রক্ত গোলাপ পলাশ শিমুল গ্লাডিউলাস হরেক রকম ফুল বিছিয়ে
ভাষা শহীদ বন্দনায় কবিতা গান গল্প লিখে
বাংলা চর্চায় শোধ করি তার কিছুটা ঋণ।
বাকিটা হতে পারে কাজের মাঝে স্বদেশ প্রেমে
উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ এক স্বদেশ গড়ে
আজকে মোরা অশ্রুসিক্ত দুই নয়নে
অমর একুশের সকল শহীদ আর ভাষা সৈনিক সকল জনে, হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধা জানাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




