তাই প্রস্তুত হতে হয় প্রতিনিয়তই!
সময় মানে না বাঁধা
সময় চলে যায়, মোরা যে অসহায়
বেলা শেষের বার্তা নেমে আসে
সময় কথা বলে নিদারুন নিরবতায়
দিন কেটে যায়, রাত কেটে যায়
হায় !এভাবেই যে জীবনের যবনিকা।
লম্বা লম্বা আশার ভ্রান্তি তলে
চক্ষু দন্ত স্বাদ ঘ্রাণ অনুভূতি ক্রমাগত ক্ষীণতর হয়।
নিরবে শেষের ইঙ্গিত বয়ে বেড়ায়
ব্যস্ততা ম্যুহ মায়া কেবল ভুলিয়ে রাখে
অপার বাস্তবতা-
তবু থামাতে পারে না কভু সময়ের পথচলা
হে পথিক না ফেরার সেই দেশ
কাছে চলে আসে ।
তাই প্রস্তুত হতে হয় প্রতিনিয়তই
প্রস্তুত হতে হয় ঘাম ঝরাতে হয়
পার্থিব ম্যুহ পদদলে,
সে এক অনন্ত যাত্রা অসীমের সীমানায়
সময়ের ডানায় ভর করে
মরণেরও পরে।
আরও একটি বছর
আরও একটি বছর
তোমাদের সাথে লয়ে কেটে গেলো
তোমারে ভালোবেসে
আরও একটি বছর
কত দ্রুত ফুরিয়ে গেল
মাুনষ কদিন বাঁচে
এগারো বছর কম সময় নয়
ক্ষুদ্র জীবনে
কবিতা লিখে লিখে
বলো কজনে পেরেছে এমন করে
কত নির্ঘুম রাত কেটে গেছে
কত প্রতীক্ষা কতো প্রেম
কত খেলায় কত বেলা পেরিয়ে গেছে
এবার এসো হে মহেন্দ্র ক্ষণ
এসো হে মোর কাছে অনন্ত সঙ্গমে ।
দেখতে দেখতে এগারো বছর পার সামহুয়্যার ইন ব্লগে। হুমায়ূন ফরীদির মৃত্য পর থেকে আমার ব্লগিং শুরু। এগারো বছরের ব্লগযাত্রায় সহ ব্লগারদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সেইসব ব্লগারদের অশেষ কৃতজ্ঞতা যাদের প্রেরণায় আমি পেয়েছি শক্তি সাহস ব্লগিং করে যাওয়ার একাগ্রতা। সবার নাম বলতে গেলে সুদীর্ঘ এক তালিকা হবে। সেখানেও কেউ বাদ যাবে মনের ভুলে । সেজন্য আর তালিকা দিলাম না। যারা মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, যিনি প্রেম দিয়ে আমাকে করেছেন ধন্য, যারা লেখার খোরাক জুগিয়েছেন তাদের ধন্যবাদ। বঙ্গবন্ধু দেশপ্রেম মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাকে শক্তি দেয়। পরম করুনাময় অশেষ দযালু স্রষ্টার প্রতি লাখো কোটি শোকরিয়া । আপনারা সবাই ভালো থাকবেন সত্য চর্চায় দেশপ্রেমের ধ্বজা ধরে দায়িত্বশীল ব্লগিং করে দেশ ও দশকে ক্রমাগত সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন এই শুভকামনা। জানা আপুকে ধন্যবাদ। ধন্যবাদ আরিল্ড, কিন্নরী, শরৎ, জাদিদ, আরজুপনি, জুনাপি, শায়মা ,শিখা রহমান, ঘুড্ডির পাইলট, শিপু ভাই, ঠাকুর মাহমুদ, সনেট কবি, সোনাবীজ ভাই, সোনাগাজী, নিমচাদ ভাই কাজী ফাতেমা ছবি, রাজীব নুর... সবাইকে