
এইখানে যেন অনল জ্বলে—
এইখানে যে তোমার বাস— সঙ্গোপনে
তোমারে রাখি ধরে, মম বাহডোরে বাঁধবো বলো
শুধু তোমায়; তুমি আমি যেন আছি প্রেম কোমায়
যেন আছি যেন বাঁচি প্রতীক্ষায় অনন্ত কাল।
দাওগো নিভিয়ে তা, আর কেহ পারবে না যে
পারেনি যে অন্য কেহ আর— এতোটাকাল।
প্রেমানলে জ্বলে জ্বলে হৃদয় যেন চাই ভস্ম হলো
জ্বানিনা এমন করে জ্বলতে হবে আর কতোকাল।
তুমিই ওগো টানতে পারো— ইতি
মোরে অপার ভালোবেসে।
কেবল তুমিই পারো— আর কেহ নয়
তোমার— আমার এই যে প্রণয়,
স্বর্ণাক্ষরে রবে লেখা— হবে না যে কভু লয়
প্রতিক্ষণে তোমর সনে আমার সনে
চলছে যেন— প্রণয় কাল।
এবার এসো, এবার ভালোবেসো,
এবার করো হে দূর— শত জনমের প্রেম তৃষ্ণা মোর
কাছে এসে — অপার ভালোবেসে ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




