আজ আর নেই কোন কাজ
এই দিন অবসর মেহনতি
মানুষের জন্য, তারা যেন
পায় যথাযোগ্য সম্মানী ও সম্মান।
আজকের সভ্যতা তাদের অবদান
তাদের শরীরের ঘামে হয় সৃষ্টি
দালাল কোঠা রাস্তা ঘাট সব
খাবারের যোগান পরিধেয় ।
সভ্যতার অগ্রযাত্রা কৃষক মোটে মজুর
শ্রমিক, করি তাদের জয়গান ।
মে দিবস তাদের পক্ষে যেন একটি শ্লোগান
মেহনতি মানুষের জয় হোক
তাদের মাঝে মিশে আছে মানবতার জয়গান।
আমিও যে কলম শ্রমিক শুধু তোমার প্রেমে
কবিতা লিখে যাই হাসি আর গানে
আজকের এই দিনে করতে পারো প্রেমদান
শুধু আমারে মে দিবস তবেই স্বার্থক
শ্রমিক পায় যদি ন্যায্য পাওনার প্রতিশ্রুতি
আর তুমি দাও সঁপে তোমার মন প্রাণ
শুধু ওগো আমারে মে দিবস হয় যেন
শ্রমিকের মেহনতি মানুষের জয়গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




