
গ্রীষ্মের দাবদাহ নেই আজ
বহিছে যে ঠান্ডা হাওয়া,
আকাশে ভেসে বেড়ায় মেঘ
অবনীর পরে পড়েছে তার ছায়া।
নেই তাই ভ্যাপসা গরম
লাগছে যে ভালো অন্য রকম
দমকা হাওয়ায় উড়ে বৃক্ষের পাতা
মনটা জুড়িয়ে যায় তা।
হয়তো আবারও নামবে বৃষ্টি
প্রখর সূর্যের দেখা পাওয়া যে ভার
এ যেন আমাদের দুজনার প্রেমের উপহার
আবহাওয়ার সাথে যেন আছে কোন চুক্তি
মোদের প্রণয়ে মিশে আছে বিশ্বমানবতার মুক্তি ।
অতঃপর শিলাবৃষ্টি
অতঃপর শিলাবৃষ্টি যেন এক অনাসৃষ্টি
এসেছে নেমে ধরাতে— আজ রাতে
তোমার আমার মধুর মিলন ঘটাতে
নেই আর উষ্ণতা নেই সেই খরতাপ
এখন আর নেই ক্লেশ
শন শন বহে বায়ূ বেশ বেশ !
এখন বারিপাত বিজলীর চমকানো
কবিতা পাঠের প্রহর যেন এলো
জানিনা কিভাবে যে
আবহাওয়া এতটা বদলে যায় ,
তবে কী তুমি আজি ভালোবেসেছো শুধু আমায়
তবে কী বুঝেছো আমি ছাড়া তুমি কতটা শূণ্য
তবে কী বুঝেছো তোমার সবটুকু প্রেম
শুধু মোর জন্য।, দমকা হাওয়ায় নাচে গাছ
নাচে জলতরঙ্গ, শিলাবৃষ্টিতে পরে আম
চলে আম কুড়োনো, এসো না এই বার এই ক্ষণে
ধিনতা ধিনতা দ্বৈত নৃত্য হোক মিলন মন্ত্র গানে
উল্লাস উচ্ছ্বাস উৎসব আনন্দ সবখানে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




