আকাশ জুড়ে মেঘ করেছে
প্রকৃতি আজ বেশ সেজেছে
আঁধার কালো সুরমা মেখে
আকাশ চোখে অশ্রু বারি
সূর্যের নেই যে দেখা ,
দূরে কোথায় তুমি একা
নতুন ছলনায় দিয়ে ধোঁকা
আমায় বানিয়ে বোকা
হইলে নিরুদ্দেশ, দুঃখের নেই তো শেষ ।
আকাশের মুখ তাইতো কালো
কিছু টা ক্ষণ বিজলীর আলো
থেকে থেকে চমকালো
হয়তো চোখ রাঙিয়ে গেলো
তুমি যেমন কপটরাগে রাঙিয়ে চোখ..
এই যা লিখতে লিখতে বৃষ্টি এলো
কোথায় যে তোমার সঙ্গম সুখ
বৃষ্টি স্নাত হয়েছি আমি আমার ভেজা অঙ্গ
ঢাক গুড় গুড় বর্ষা নামে জলে জল তরঙ্গ
আমার কোন দুঃখ নেই ভেজা বাতাস বইছে
অনুভূতি মরে গেছে তোমার দেয়া দুঃখতেই
বাকি সব অপাঙ্ক্তেয় নগন্য নগন্য।
বৃষ্টি পড়ে চোখের উপর
বৃষ্টি পড়ে মনের ভেতর
দমকা হাওয়ার বৃষ্টিপাত আমার ভীষণ পছন্দ।
আকাশ চোখে বেদনার কালো
আকাশ চোখে অশ্রু
জগৎজোড়া বন্ধু তোমার আমি কেবল শত্রু
এক যুগ ভালোবেসে এটাই আমার প্রাপ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




