চলছে গুজব কানে কানে
কারা নাকি চলে গেছে ইয়াহিয়া খানের মতো
তিনিও যে একদিন দিয়েছিলেন মিথ্যা আশ্বাস
তার পর এদেশে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে চলে গেছেন নীরবে
রাতের আঁধারে গোপনে ।
দেশে যেন এখন গৃহযুদ্ধ অত্যাসন্ন যুদ্ধ হবে সত্য এবং মিথ্যার
যারা সন্ত্রাসী মাফিয়া মহা দূর্নীতিবাজ
তারা না কি চলে গেছে সম্পদের পাহাড় লুট করে
দেশ ছেড়ে গতরাতে বিমানে।
নির্বিচারে গণহত্যা গুম খুন রাহাজানি ধর্ষণ করে
দেশটাকে শেষ করে দিয়ে তারা নাকি চলে গেছে।
এদিকে চাটুকার চেটে যায় গুইবলসীয় কায়দায়
পাপের খেসারত দিতে হবে এখন ও বুঝে না
তাই দেশের মানুষ কে বিভ্রান্ত করে চলে।
যাদের হাতে ছিল পরশপাথর যাদের আশীর্বাদে
রাজাকার পেয়ে যেত মুক্তি যোদ্ধার সনদ;
অভিশাপে মুক্তিযোদ্ধারা হারাতো মান সম্মান সম্ভ্রম কিংবা হয়ে যেত রাজাকার।
দেশের বারোটা বাজিয়ে তারা নাকি চলে গেছে কজন।
অতীত থেকে নেয়নি শিক্ষা তারা লোভে পড়ে পচে গেছে নষ্ট কীটের মতো
তারা এখন ও নস্যাৎ করার হীন প্রচেষ্টায় রাতকে করছে দিন ।
স্বৈরাচারের মসনদ রক্ষার প্রত্যয়ে এখনও তারা সক্রিয় ।
ক্ষুব্ধ স্রষ্টার অভিশাপে ধ্বংস অনিবার্য জেনে ও পাপের পাহাড় বাড়িয়ে চলছে প্রতিদিন।
তাদের সাথে মিলে যায় আইয়ুব খান ইয়াহিয়া খানের চরিত্র তাদের মায়াকান্না মানুষ বুঝে গেছে
গণহত্যার পর তারা এখন সবচেয়ে ঘৃণিত
মায়াকান্নায় হয় না কাজ এখন আর।
কারা নাকি রাতের আঁধারে চলে গেছে
নির্বিচারে এদেশের নিরীহ মানুষের উপর গুলি করে হত্যা করে তারা নাকি চলে গেছে গোপনে।
যারা এদেশের নিষ্পাপ শিশু ও তারুণ্যের জীবনকে ভাবে শিয়াল আর শকুনের খাদ্য যারা বিটিভি ভবন মেট্রোরেল ভেঙে ধামাচাপা দিতে চায় শত প্রাণ গণহত্যার দায়ভার
তারা নাকি চলে গেছে গতরাতে গোপনে...