আর নয় ঘরে বসে থাকা
গণ অভ্যুত্থানের ডাক এসেছে যে,
এবার লড়বো সবাই— একসাথে
এবার দলে দলে নামতে হবে রাজপথে
এবার নামবে মানুষের ঢল এবার জোর কদম চল চল চল
বাঁধ ভাঙা জোয়ারের মতন।
এবার নামবে বাংলার সব আপামর জনসাধারণ
দল মত নির্বিশেষে—
নাগরিক অধিকারের দাবি
হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ,
নির্বিচারে গণহত্যার বিচারের দাবি
বত্রিশ টি নিষ্পাপ শিশু হত্যার বিচারের দাবি লয়ে ,
চাকুরি ক্ষেত্রে যৌক্তিক সংস্কারের দাবি লয়ে ,
সর্বপরি দফা এক দাবি এক
শেখ হাসিনার ও মন্ত্রী পরিষদের পদত্যাগের
দাবি লয়ে
নামবে সকল স্তরের ছাত্র , পেশাজীবী মেহনতি মানুষের ঢল
বাংলার রাজপথে ।
সফল গণ অভ্যুত্থানের দৃপ্ত প্রত্যয় লয়ে বুকে
এই অসহযোগ আন্দোলন চলছে চলবে ...
এবার জাগবে বাংলাদেশ,
বাক আর বিবেকের চূড়ান্ত স্বাধীনতা লয়ে;
পত পত করে উড়বে লাল সবুজ পতাকা বাংলার উন্মুক্ত প্রান্তরে
গণ অভ্যুত্থানের ডাক এসেছে দৃঢ় প্রত্যয়ে
অনেক ত্যাগের বিনিময়ে
মহেন্দ্র ক্ষণ এসেছে যে সোনার বাংলাদেশে
নতুন বাংলাদেশ গড়বো এবার মোরা,
এই করেছি পণ! এবার বদলে দেবো এসেছে মহেন্দ্র ক্ষণ
বদলে যাবো এবার হবে কাঙ্ক্ষিত পরিবর্তন।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬