মরণ ঝুঁকি মাথায় নিয়ে নামছে যারা দলে দলে
এক দাবির পতাকা তলে
যারা সারা বিশ্বের বিস্ময়
তাদের জন্য লাল সালাম
বিনম্র শ্রদ্ধা মোদের
এটা নয় সাধারণ কোন জন জোয়ার
দেশ জুড়ে এটা যেন এক মহা গণ জাগরণ
এক দফা এক দাবিতে একযুগে,
পরিস্থিতি অনুকূলে হলে
হলফ করে বলতে পারি
কেউ থাকতো না আর ঘরে বসে ।
সারা বাংলাদেশ আজ প্রতিবাদি
শতভাগ মানুষ যেন করেছে প্রত্যাখ্যান একযুগে
গ্রহণ যোগ্যতা তাই শূণ্যের কোঠায় এই সরকারের।
পতন তাই সময়ের দাবি অবশ্যম্ভাবী
ইতিহাস গড়ে
হে মহা গণ জোয়ার
তোমাকে সুস্বাগতম অভিনন্দন
দফা এক দাবি এক— শেখ হাসিনার পদত্যাগ
বাংলার মানুষের মুখে মুখে
তোমাকে স্বাগত জানাই
হে মহা গণ জোয়ার— রক্তস্নাত গণ অভ্যুত্থান ২০২৪!
তাদের প্রতি শ্রদ্ধা রেখেই —এই কবিতা
বিশ্বের বুকে আজকে যারা গড়েছেন
এক অনন্য নজির ;
যারা এখনো আসেনি রাজপথে সবাই আছে তাদের সাথে
কেউ আছে প্রার্থনায়, শুভকামনায়;
কেউ আছে উদ্দীপনায় চেতনায় একাত্ব হয়ে ।
বীর বাঙালি কেমন করে করে বরণ
সুনিশ্চিত মরণ—
ভোগ বিলাসিতা তুচ্ছ করে
তারই উদাহরণ হয়ে , এই অভ্যুত্থান অনন্য তাই।
এমন তরো বৈরী হাওয়া, মানুষ মারার সশস্ত্র আয়োজন
স্বৈরাচারের চোখ রাঙানি উপেক্ষা করে
এই মহা গণ জোয়ার— উপেক্ষা করার মত যে নয়।
তাই হবে— হবে জয়, আপামর ছাত্র জনতার
তিমির আঁধার দূর করে, সাবাস বাংলাদেশ
এবার হবে, হবেই হবে— নতুন ভোরের অভ্যুদয়।
সাবাস বাংলাদেশ , পৃথিবীর বিস্ময় ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬