এই ক্ষণ যেন মধুর লগণ
থেকে থেকে ঐ ডাকে গগণ
ঝিরঝির হাওয়া বহে
যেন বহে সুখের পবন।
তুমি আছো দূরে যেন
বিহগের সুরে তাই বাজে এই প্রাণে
এই বাহুডোরে তোমায় চাইছে যে এ মন।
এই মায়াবী রাতে তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ রেখে
চলনা দুজনে
রচিবো মধুর প্রণয় ক্ষণ।
রাতের আঁধার যেন চুপি চুপি বলে
এসেছে প্রণয় বেলা এসেছে সেই ক্ষণ।
অঘুর বর্ষণে ভিজে গেছে নগর ভিজে গেছে বন
পাখির বাসা ভেঙে গেছে ভিজে গেছে পাখি
ঠক ঠক করে কাঁপে ছলো ছলো আঁখি
দেয়া ডাকে তাই কেঁপে ওঠে গগণ
এমন সময় তোমারেই কাছে ডাকি
তোমায় ঘিরে নাচে মোর মায়াবী স্বপন
এসেছে তোমার আমার প্রেমের
সেই মহেন্দ্র ক্ষণ ! মুষলধারে বৃষ্টি পড়ে
তোমার কথাই মনে পড়ে এখন ।
মোদের প্রেমে যে বৃষ্টি নামে
ভেবে ভেবে উদাসীর বাতায়ন লাগে প্রাণে
বদ্ধ ঘর যেন বন্দী খাঁচা এমন ক্ষণে
তুমি আসতে যদি কাছে দারুন হতো
কপোত কপোতী শুধু আমরা দুজন।
বাড়ে রাতের আঁধার তোমার চিবুক বেয়ে
যেন বৃষ্টির নহর নামে
ভালো বাসি দিবা নিশি শুধু তোমারে
এসেছে মধুর লগণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



